শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন এলাকা থেকে বিপুল পরিমাণ বালু ও বালু তোলার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এবং সংস্থার কর্মকর্তাদের প্রত্যক্ষ উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার (৬জুলাই) দুপুরে কালাপুর আনসার ভিডিপি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমান বালু ও বালু তোলার সরঞ্জামগুলো জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিমানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক (সিপিসি-২) এর মেজর আহমেদ নোমান জাকি। এছাড়াও এসময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমারা গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযানের নামি। এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত বিপুল পরিমাণ বালু ও বালু তোলার সরঞ্জাম উদ্ধার করি। তিনি আরও বলেন অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। তিনি বলেন অনৈতিক কোন কর্মকাণ্ডকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অবৈধ সকল প্রকার কর্মকাণ্ডকে শক্ত হাতে প্রতিহত করা হবে।