1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
আম-কমলার জুস যেভাবে তৈরি করতে হবে
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ অপরাহ্ন

আম-কমলার জুস যেভাবে তৈরি করতে হবে

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ১৬৮ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: আমের মৌসুম। আর তাই সবকিছুতেই থাকা চাই আমের উপস্থিতি। উষ্ণ আবহাওয়ায় শীতল জুসেও তার ব্যতিক্রম হবে কেন! মৌসুমি ফল আমের সঙ্গে সহজলভ্য অন্যান্য ফল মিশিয়ে চমৎকার স্বাদের জুস তৈরি করে নেওয়া যাবে মুহূর্তেই। এমনই একটি জ্যুসের রেসিপি থাকছে আজ।

জেনে নেয়া যাক আম-কমলার জুস তৈরিতে যা লাগছে-

১. দুইটি বড় পাকা ও মিষ্টি আম।

২. একটি কমলালেবু।

৩. আধা কাপ ফ্রেশ আনারস।

৪. এক চা চামচ আদা কুঁচি।

৫. দুইটি ডাবের পানি।

৬. এক চিমটি লবণ।

৭. স্বাদমতো চিনি (ঐচ্ছিক)।

আম-কমলার জ্যুস যেভাবে তৈরি করতে হবে

১. সকল উপাদান একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ঘন টেক্সচার এবং না ছেঁকে পান করতে চাইলে লো স্পিডে রেখে ২-৩ মিনিটের জন্য ব্লেন্ড করতে হবে। ছেঁকে নিতে চাইলে ব্লেন্ড শেষে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে।

২. জুস তৈরি হয়ে গেলে বরফকুঁচি সমেত পরিবেশন করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!