1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গল ও বিশ্বম্ভরপুরে ৮৭৫ পিস ইয়াবাসহ দুজন আটক
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল ও বিশ্বম্ভরপুরে ৮৭৫ পিস ইয়াবাসহ দুজন আটক

  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৫৯ জন পড়েছেন

নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৮৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব-৯ জানায়- মঙ্গলবার (০৭ জুলাই) বিকেলে কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদ ও এএসপি মো. আব্দুল্লাহ আল মামুনের সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে ৪৮৫ ইয়াবাসহ মো. শারফান (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে উপজেলার কাচিরগাতী গ্রামের মো. বাদল মিয়ার ছেলে।

একই দিন বেলা আড়াইটায় অপর অভিযানে শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া এলাকা থেকে ৩৯০ পিস ইয়াবাসহ জাহির মিয়া (২৪) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-৯। সে উপজেলার মাজদীপাহাড় এলাকার জহুর আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি সোমেন মজুমদার।

দুটি অভিযানে উদ্ধারকৃত আলামতসহ আটক দুজনকে স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!