আন্তর্জাতিক ডেস্ক:: আইভরিকোস্টের প্রধানমন্ত্রী আমাদু গোন কুলিবালি বুধবার মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর এ কথা জানায়।
আইভরিকোস্টের প্রেসিডেন্ট দপ্তরের মহাসচিব প্যাট্রিক আচি সরকারি টেলিভিশিনে বলেন, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি, প্রধানমন্ত্রী আমাদু গোন কুলিবালি মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেওয়ার পর আজ বিকালে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। তিনি দেশটির সরকার প্রধান ছিলেন।
ফ্রান্সে হৃদরোগের চিকিৎসার জন্য দুই মাস থাকার পর গত সপ্তাহে কুলিবালি পশ্চিম আফ্রিকার এ দেশে ফিরে আসেন।