1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ফলোআপ: দুই কিশোরকে নির্যাতনকারী প্রধান আসামী গ্রেফতার
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

ফলোআপ: দুই কিশোরকে নির্যাতনকারী প্রধান আসামী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫৮৭ জন পড়েছেন
কমলগঞ্জের কুরমা চা বাগানে দুই কিশোরকে বেঁধে নির্যাতনের প্রধান আসামী সাহাদত হোসেন।

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউপির কুরমা চা বাগানে মোবাইর চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে ৮ ঘন্টা গাছে বেঁধে নির্যাতন করার ঘটনায় নির্যাতিত কিশোরের ভাই রাজেশ পাশি বাদি হয়ে বাগান পঞ্চায়েত কমিটির সদস্য নির্যাতনকারী সাহাদত হোসেন (৪০) কে প্রধান আসামী করে মামলা করেন। শুক্রবার রাত ১০টায় কমলগঞ্জ থানা পুলিশ চাম্পারায় চা বাগান থেকে প্রধান আসামী সাহাদতকে গ্রেফতার করে।

মামলার বাদি রাজেশ পাশি বলেন, শুক্রবার সকাল ৭টায় বাগান কম্পাউন্ডার তার ছোট ভাই মুন্না পাশি ও জগৎ পাশিকে মোবাইল চুরির অভিযোগে বাসা থেকে ধরে নিয়ে যায়। পরে পঞ্চায়েত কমিটির সদস্য সাহাদত তাদেরকে (দুই কিশোরকে) গাছের সাথে বেধে বেধড়কভাবে পেটান। টানা ৮ ঘন্টা বেধে তাদেরকে শাস্তি দেওয়া হয়। বিকাল ৩টায় অবিভাবকদের কাছ থেকে সাদাকাগজে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। চুরি করলে প্রমাণিত হলে আইনানুগভাবে তাদের বিচার হবে। এভাবে চা বাগানে প্রকাশ্যে টানা ৮ ঘন্টা বেঁধে রেখে নির্যাতন করা হলো কেন ? তাই তিনি বাদি হয়ে মামলা করেছেন। মামলায় প্রধান আসামীর নাম দেওয়া হয়েছে। পুলিশি তদন্তে বাকী আসামী বের হবে।

তবে কুরমা চা বাগান সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য প্রদত্ত ৫ হাজার টাকার চেকের তালিকার অনিয়ম নিয়ে সম্প্রতি কুরমা চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছিল সাধারণ চা শ্রমিকরা। আর এ মানববন্ধন কর্মসূচিতে হামলা করা হয়েছিল এই সাহাদতের নেতৃত্বে। প্রধান আসামী সাহাদত গ্রেফতারের পর থেকে এ নির্যাতনে জড়িতরা আত্মগোপনে রয়েছেন।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শনিবার বিকাল সাড়ে ৩টায় গ্রেফতারকৃত প্রধান আসামীকে আদালতে প্রেরণ করা হয়। তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!