1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ফার্মাসিস্ট পরিতোষের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন

ফার্মাসিস্ট পরিতোষের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪১০ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের গরীবের ডাক্তার নামে খ্যাত ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট পরিতোষ শর্মার বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১২ জুলাই) বেলা ১টায় কমলগঞ্জ থানা রোডস্থ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে এলাকাবাসির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফার্মাসিস্ট পরিতোষের সেবার মান ভালো হওয়ার ওনাকে বদলি করাটা আমরা মেনে নিতে পারছি না। কে বা কারা ক্ষমতার অপব্যবহার করে তাকে ১ দিনের মধ্যেই বদলী করিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সেবা দিয়ে আসছেন। তাই আমরা তার বদলি স্থগিত চেয়ে মানববন্ধন করছি।’

এ বিষয়ে বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভঁ‚ইয়া বলেন, সরকারি চাকুরির নিয়ম মাফিক মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় থেকে ফার্মাসিস্ট পরিতোষ শর্মার বদলী হয়েছে। এখানে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হিসেবে উনার করার কিছু নেই। তিনি আরও বলেন, এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক কর্মরত আছেন। বর্তমানে তিনি কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসার দায়িত্ব পালন করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!