1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
তোমাকে বড় মনে পড়ে "পলাশ"
সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন

তোমাকে বড় মনে পড়ে “পলাশ”

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩০৮ জন পড়েছেন

মুজিবুর রহমান রঞ্জুঃ

উদয়েন্দু সিংহ পলাশ মৌলভীবাজারের  কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও-এর বীর মুক্তিযোদ্ধা অব: সেনা সদস্য শ্রদ্ধেয় বীরেশ্বর সিংহ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উষা রানী সিংহের এক মাত্র ছেলে। পলাশের আরও একটি বোন অনামিকা সিনহা অনু আছে সেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা।

বাবা-মা বড় আশা করে পলাশকে সিলেট এমসি কলেজে ভর্তি করেছিলেন। আজ থেকে ১০ বছর আগে ১২ জুলাই সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল পলাশ।
জুলাই মাস আসলেই বিশেষ করে ১২ জুলাই আসলে বুকটা ধরপর করে কেঁপে উঠে। মনে পড়ে যায় পলাশের কথা। অপরাজনীতির শিকার হয়ে উদীয়মান এক তরুন শিক্ষাঙ্গনে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। এখনও অপরাজনীতির ভর করে কত মায়ের বুক খালি হচ্ছে। এর কোন বিহিত ব্যবস্থা গ্রহন না করলে প্রতি বছরই এভাবে অকালে মারা যাবে নিরিহ ছাত্ররা।
আজকের দিনে পলাশের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শুধু বলবো তুমি যেখানেই থাকে শান্তিতে থাকো এ প্রার্থনা করি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!