1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বিজিবির তল্লাশিকালে গাড়িসহ গরু চোর আটক
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

বিজিবির তল্লাশিকালে গাড়িসহ গরু চোর আটক

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪১০ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন কুরবানির ঈদের জন্য গরু চুরি করে একটি প্রাইভেট কারে করে নিয়ে যাবার সময় কুলাউড়া উপজেলার মুড়ইছড়া এলাকায় বিজিবির তল্লাশিকালে গরু ও কারসহ চোর ও চালককে আটক করা হয়। রোববার দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটলে কমলগঞ্জ পৌরসভার এক কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে বিজিরি কাছ থেকে প্রাইভেট কার ও গরুসহ কারের চালক ও গরু চোরকে জিম্মায় এনে বিকেল ৪টায় কমলগঞ্জ থানায় সোপর্দ করেন।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, রোববার দুপুরে কমলগঞ্জ সদর ইউপির ছাতকছড়া গ্রামের আলাই মিয়ার ছেলে গরু চোর মফই মিয়া (৩০) পৌরসভা এলাকার আব্দুল খালিকের একটি গরু চুরি করে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। গরু চোর কার নিয়ে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া এলাকার দিকে যাবার সময় সন্দেহ বশত সেখানকার বিজিবি সদস্যরা কারের গতিরোধ করে। এ সময় কারের ভিতরের পিছনের আসনে একটি গরু দেখতে পায় তারা। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় কমলগঞ্জ থেকে গরু চুরি করে ভাড়া করা প্রাইভেট কারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। মুড়ইছড়া এলাকার বিজিবি সদস্যদের মাধ্যমে খবর পেয়ে কমলগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে চুরি করা গরু, কারের চালক ও গরু চোরকে তার জিম্মায় নিয়ে আসেন। বিষয়টি কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমদকে অবহিত করে বিকেল ৪টায় চুরির কাজে ব্যবহৃত কার, গরু, কার চালক ও গরু চোর মফর মিয়াকে কমলগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় গরুর মালিক আব্দুল খালিক বাদি হয়ে একটি মামলা করবেন। আপাতত চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও গরু পুলিশ জব্দ করেছে। আর কারের চালক শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের শহীদ আলীর ছেলে রায়হান আলী (২০) ও গরু চোর কমলগঞ্জ সদর ইউনিয়নের ছাতক ছড়া গ্রামের মফর মিয়াকে পুলিশ আটক করেছে।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর আটক দুইজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!