1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে করোনায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু
শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে করোনায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২৬৬ জন পড়েছেন

আব্দুস শুকুর,শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার করোনায় মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত চিফ টিটি অফিসার মোহাম্মদ সাহাব উদ্দিন (৬৫)।

১১ জুলাই শনিবার রাত পৌনে ১০ টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে তিনি মারা যান বলে জানা গেছে।

মৃতের পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৪ জুলাই করোনা উপসর্গ নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন সন্ধ্যায় তার করোনা পরীক্ষা করা হলে রাতে তার রিপোর্ট পরিটিভ আসে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধিন ছিলেন।

রোববার ১২ জুলাই দুপুরে তার মরদেহ শ্রীমঙ্গল নিয়ে আসা হয়। বিকেল ৩ টার দিকে ইকরামুল মুসলিমীন নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের তত্বাবোধানে তার মরদেহ দাফন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সিএমএইচ থেকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ গোসল ও কাপন পড়িয়ে কফিনে ভরে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গলেও যতাযথ স্বাস্থ্যবিধি মেনে করোনায় মৃত্যুবরনকারীদের সৎকারে নিয়োজিত ইকরামুল মুসলিমীন সংগঠনের মাধ্যমে মরদেহ দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!