1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কণ্ঠ’র জন্য ভারতে পুরস্কৃত হলেন জয়া
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন

কণ্ঠ’র জন্য ভারতে পুরস্কৃত হলেন জয়া

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ১৬৪ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশে যেমন একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন, তেমনি ভারতেও পুরস্কৃত হয়েছেন বহুবার। সেই ধারাবাহিকতায় আবারও পুরস্কৃত হলেন এই অভিনেত্রী। টলিউডের ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডে ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন জয়া। ভারতের হ্যালো নামে একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে জয়া আহসানকে।

এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। সম্মানিত জুরি ও আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।’

টলিউডের শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালনা করেছেন ‘কণ্ঠ’। এতে রমিলা চরিত্রে অভিনয় করেন জয়া। গত বছরের ১০ মে পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি। এরপর সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সিনেমা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!