1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বানের জলে ভাসছে সুনামগঞ্জ
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন

বানের জলে ভাসছে সুনামগঞ্জ

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ১৭৮ জন পড়েছেন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অপরিবর্তীত রয়েছে নদ নদী ও হাওরের পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এখনো পানি নামেনি পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে।

এছাড়া জেলার ১১ উপজেলাতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার লাখো মানুষ পানিবন্দী রয়েছে। খোলা হয়েছে ২৫০টি আশ্রয় কেন্দ্র।

রবিবার দুপুরে সুরমা নদীর পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুরমা নদীর পানি তীর উপচে গত দুদিন ধরে প্লাবিত শহরের বেশিরভাগ এলাকা। এখনো পানিবন্দী বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান। পুরো শহরজুড়ে থইথই করছে পানি। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে তলিয় গেছে জেলার বিভিন্ন সড়ক। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সুনামগঞ্জ-ছাতক সড়কের যানচলাচলও। এত চরম ভোগান্তিতে বানভাসি মানুষজন। বন্যা পরিস্তিতি মোকাবেলায় প্রস্থত করা হয়েছে ২৫০ টি আশ্রয় কেন্দ্র।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে গত ৪দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। একইভাবে সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২৬৬ মিলিমিটার। আর সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫০২ মিলিমিটার।

এদিকে এখন পাহাড়ি ঢল আর ভারী বর্ষণ অব্যাহত থাকায় জেলা সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ দিরাই,ধর্মপাশাসহ ১১ উপজেলাই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকার নিম্নাঞ্চলের লাখো মানুষ পানিবন্দী রয়েছেন। এছাড়া প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ দিকে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর, বিলপাড়, নবীনগর, বড়পাড়া, মল্লিকপুর, ওয়েজখালী কালীপুরসহ বিভিন্ন এলাকায় সুরমা নদীর তীর উপচে ঢলের পানি প্রবেশ করেছে।

পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানান, গত ৪ দিন ধরে সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে এখনও বৃষ্টিপাত অব্যহত। নদী ও হাওরের পানি বেড়েই চলছে। আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!