1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
দেশে করোনাজয়ী ১ লাখ ছাড়াল
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন

দেশে করোনাজয়ী ১ লাখ ছাড়াল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ১৮০ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রতিদিনই করোনভাইরাস থেকে সুস্থ হচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। সবশেষ চব্বিশ ঘণ্টায় এই রাহু থেকে মুক্তদের সংখ্যা চার হাজারের বেশি। তাতে দেশে করোনাজয়ীদের সংখ্যা ১ লাখ ছাড়াল।

মঙ্গলবার কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত সুস্থদের তালিকায় যোগ হয়েছে আরও ৪ হাজার ৯১০ জন; মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ২২৭ জনে।

সুস্থতার সংখ্যা ৫০ হাজার ছাড়ায় ২৬ জুন। এর আঠারো দিনের মাথায় সুস্থতার সংখ্যা চাড়িয়ে গেল ১ লাখ।

সবশেষ চব্বিশ ঘণ্টায় ১৩ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে আরও ৩ হাজার ১৬৩ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯০ হাজার ৫৭ জনে। এই সময়ে ৩৩ মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৪ জনে।

সবশেষ তথ্যানুযায়ী,  দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.৫১ শতাংশ, মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.৩১ শতাংশ।

সুস্থ ও মৃত্যুর সংখ্যা বাদ দিলে দেশে বর্তমানে করোনায় আক্রান্ত ‘অ্যাকটিভ’ রোগী আছে ৮৪ হাজার ৪০৬ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!