1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সাহেদকে নিয়ে র‌্যাবের ব্রিফিং বিকালে
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন

সাহেদকে নিয়ে র‌্যাবের ব্রিফিং বিকালে

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২১৮ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরা সীমান্তে র‍্যাবের হাতে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। বুধবার সকাল ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে সাহেদকে নিয়ে রওনা দেয় র‍্যাবের হেলিকপ্টার।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, গত ৯ দিন ধরে অনুসরণ করা হচ্ছিলো। সাহেদ করিম ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিলেন। গতকাল রাত থেকে তাকে অনুসরণ করে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার করা হয়।

তিনি বলেন, সাহেদকে র‍্যাবের সদর দপ্তরে নেওয়া হবে। বিকাল ৩টায় র‌্যাব সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবে।

প্রসঙ্গত, টাকার বিনিময়ে করোনার পরীক্ষা, মনগড়া রিপোর্ট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা আদায়ের মতো ঘটনায় গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করার পর ৭ জুলাই র‍্যাব-১ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করে। মামলার প্রধান আসামি সাহেদ করিম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!