1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনাকালে সিগারেট ছেড়েছে ১০ লাখ মানুষ
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন

করোনাকালে সিগারেট ছেড়েছে ১০ লাখ মানুষ

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২১৫ জন পড়েছেন
Cigarette smoke burning on hand man smoking

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীকালে বিশ্বব্যাপী ১০ লাখের মতো মানুষ ধূমপান করা ছেড়ে দিয়েছেন।

‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণার বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, এই চার মাসে যারা সিগারেট ছেড়েছেন তাদের মধ্যে ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে সিগারেট ছেড়েছেন বলছেন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব করলে এই বছরের চেয়ে বেশি কোনো বছরই ধূমপান ছাড়েনি এতো মানুষ।

কভিড মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে ফুসফুসের। বলতে গেলে করোনা অনেকটা ফুসফুস সংক্রামক ভাইরাস।

একইভাবে সিগারেটও ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। গবেষকরা বলছেন, কভিড-১৯ এর উপসর্গ বাড়তে পারে ধূমপান করলে।

করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে ফুসফুসের ক্ষতি করে এমন পানাহার থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা করোনা ঠেকাতে ফুসফুসের যত্ন নিতে বলে আসছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!