1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
রেখার নিরাপত্তা রক্ষীর কারণে অবরুদ্ধ জয়া
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন

রেখার নিরাপত্তা রক্ষীর কারণে অবরুদ্ধ জয়া

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২২২ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: বলিউডের তরুণ চলচ্চিত্র পরিচালক জয়া আখতারের বাড়ি সিল করে দিল স্থান পৌরসভা। তবে এমন নয় যে, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ নির্মাতার বাড়ির কেউ করোনায় আক্রান্ত। এর পেছনে রয়েছে অন্য কারণ।

জি নিউজ জানায়, সম্প্রতি নিরাপত্তা রক্ষী করোনায় আক্রান্ত হওয়ার পর রেখার বাড়ি সিল করা হয়।

বান্দ্রায় রেখার বাংলোর পাশেই থাকেন বিখ্যাত চিত্রনাট্যকার ও গীতকবি জাভেদ আখতারের মেয়ে জয়া আখতার। ফলে নিরাপত্তার স্বার্থেই তার বাড়িও সিল করা হয়। এমনকি গোটা ব্যান্ডস্ট্যান্ড এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে কর্তৃপক্ষ। এরপরই নিরাপত্তার স্বার্থে জয়ার বাড়ি সিল করে দেওয়া হয়।

এ দিকে সারা আলী খানের গাড়ির চালকের করোনা রিপোর্টও পজিটিভ আসে। এর পর নিজেকে ঘরবন্দি করে ফেলেন সাইফ আলী খানের মেয়ে। তবে সারা-সহ পরিবারের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

এ দিকে শনিবার রাতে অমিতাভ ও অভিষেক বচ্চনের কভিড রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হন ঐশ্বরিয়া-আরাধ্যাও। তবে বাড়িতেই তাদের চিকিৎসা চলছে। পাশপাশি অমিতাভের বাড়ির ২৬ জন কর্মীর রিপোর্টও নেগেটিভ আসে। তবে অমিতাভরা কার কাছ থেকে সংক্রমিত হয়েছেন, তা জানার জন্য এবার তার বাংলো জলসার কর্মীদের অ্যান্টিবডি টেস্ট করানো হবে বলে খবর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!