1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
চুলের বৃদ্ধিতে সহায়ক ৫ সবজি
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ অপরাহ্ন

চুলের বৃদ্ধিতে সহায়ক ৫ সবজি

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ১৮৩ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: চুলের যত্নে বা চুল লম্বা করতে অনেকে নানা ধরনের ট্রিটমেন্ট করান। কিন্তু চুলের ভেতর থেকে পুষ্টি জুগিয়ে চুল লম্বা করতে প্রাকৃতিক উপাদানই বেশি কার‌্যকর। স্বাস্থ্যোজ্জ্বল লম্বা চুল পেতে গাজর এবং পেঁয়াজের মতো সবজি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রাকৃতিকভাবে মজবুত চুল পেতে সবজির পেস্ট বানাবেন যেভাবে-

পেঁয়াজ: এক ফালি পেঁয়াজ নিয়ে এর রস বের করে নিন। এতে দুই চা চামচ মধু দিন। অনেকের পেঁয়াজের গন্ধ সহ্য হয় না, সেক্ষেত্রে গোলাপজল মেশাতে পারেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ঘণ্টাখানেক পর ধুয়ে ফেলুন।

আলু: দুই বা তিনটি আলু ব্লেন্ড করে রস বের করে নিন। এতে এক টেবিল চামচ মধু, একটি ডিমের সাদা অংশ এবং সামান্য পানি মেশান। মিশ্রণটি মাথায় দিয়ে ৩০ মিনিট পর চুল পানি দিয়ে ধুয়ে ফেলুন।

রসুন: চুলের গোড়ায় রসুনের টাটকা রস ঘষুন। এতে চুল পুনরায় গজাতে সহায়তা করবে।

ধনেপাতা: টাটকা ধনেপাতা কেটে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই রস মাথার ত্বকে লাগান। এক ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গাজর: কয়েকটি গাজর সেদ্ধ করে নিন। সেদ্ধ করা পানিসহ গাজর ব্লেন্ড করে নিন। পেস্টটি মাথার ত্বকে লাগান এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!