1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
‘ডার্টি ড্যান্সিং’ ভক্তদের জন্য সুখবর
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

‘ডার্টি ড্যান্সিং’ ভক্তদের জন্য সুখবর

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪২৮ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: পর্দা আবারও দেখা যাবে ‘ডার্টি ড্যান্সিং’। না, পুরোনো সিনেমা নয়। একদম নতুন কিছু নিয়ে হাজির হবেন মূল তারকা জেনিফার গ্রে। তার সঙ্গে সিক্যুয়াল নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত আলাপ হয়েছে প্রযোজনা সংস্থার।

খবরটি দিয়েছে ডেডলাইন। সঙ্গে উল্লেখ করে, নতুন সিনেমাটি নিয়ে এখনই কিছু জানাতে রাজি নয় পরিবেশক লায়নগেট বা এ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে থাকা অভিনেত্রী জেনিফারও।

১৯৮৭ সালের মূল সিনেমায় ফ্রান্সেস বেবি হাউসম্যান চরিত্রে অভিনয় করেন জেনিফার গ্রে। তার নাচ শিক্ষক ও প্রেমিক জনি ক্যাসল চরিত্রে ছিলেন প্যাট্রিক সোয়াইজে। নাচ ও তাদের ব্যক্তিগত রসায়নই ছিল এই ছবির প্রাণ। সঙ্গে ছিল দারুণ কিছু গান।

নায়িকার বাবা-মায়ের চরিত্রে ছিলেন জেরি অরবাখ ও কেলি বিশপ। আর ছবির কাহিনি গড়ে উঠেছিল ১৯৬৩ সালের প্রেক্ষাপটে।

মুক্তির পর ‘ডার্টি ড্যান্সিং’ ব্যাপক জনপ্রিয়তা পায়। মাত্র ৫০ লাখ ডলারে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী সাড়ে ২১ কোটি ডলারের বেশি আয় করে। এমনকি দশ লাখ কপির বেশি হোম ভিডিও কালেকশন বিক্রি হয়। সেরা মৌলিক গান হিসেবে অস্কার জেতে ‘দ্য টাইম অব মাই লাইফ’। আরও জেতে গোল্ডেন গ্লোব ও গ্র্যামি অ্যাওয়ার্ড।

২০০৪ সালে মুক্তি পায় এই ছবির প্রিক্যুয়েল ‘ডার্টি ড্যান্সিং: হাভানা নাইটস’। এ ছাড়া স্টেজ শো ও টিভি সিনেমা হিসেবে নির্মাতা ‘ডার্টি ড্যান্সিং’ জনপ্রিয়তা পায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!