নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানের ৪৫০ জন শ্রমিকদের মধ্যে জরুরি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকাল ৪ টায় প্রচেষ্টার আয়োজনে চাইল্ডফান্ড কোরিয়ার অর্থায়নে ও এডুকো এর সার্বিক সহযোগিতায় আলীনগর চা বাগান শিব মন্দিরে সামাজিক দূরত্ব বজায় রেখে চা শ্রমিকদের মধ্যে সহায়তা প্রদান করা হয়।
আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্রের সভাপতিত্বে ও চা ছাত্র পরিষদের সভাপতি সজল কৈরীর সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, প্রচেষ্টা পরিচালক নবাব আলী নখি খান, সহকারী ব্যবস্থাপক মনির হোসেন, ইউপি সদস্য উত্তম কুমার গোয়ালা, সিতারাম বীন, মহিলা সদস্য গৌরী রানী কৈরী প্রমুখ।