1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনায় বেড়েছে অনলাইনভিত্তিক ব্যবসা
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

করোনায় বেড়েছে অনলাইনভিত্তিক ব্যবসা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৬৭ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর নানা উদ্যোগের কারণে দেশের বেশির ভাগ ছোট-বড় ব্যবসা উদ্যোক্তরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে, এ সময়ে নতুন চাহিদাকে মাথায় রেখে কিছু ক্ষুদ্র উদ্যোগ ভালো ব্যবসা করেছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হচ্ছে, এ সব উদ্যোগের প্রায় শতভাগই অনলাইনভিত্তিক, বিশেষ করে সামাজিক মাধ্যম ফেইসবুকের মাধ্যমে ব্যবসা করছেন উদ্যোক্তরা। পণ্য তালিকায় সবজি ও ফল, নাস্তা, সুরক্ষা সামগ্রী, পোশাক কী নেই!

প্রযুক্তি বিষয়ক ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক মাধ্যমে এই মূহূর্তে প্রায় দুই হাজারের মতো নতুন প্রতিষ্ঠান পণ্য বিক্রি করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে দুই শতাধিক কুরিয়ার সার্ভিসের ব্যস্ততাও বহুগুণ বেড়েছে।

লকডাউনের সময় রেস্তোরাঁসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ছিল, অনেক বাড়িতে সাহায্যকারীও আসছিল না। মানুষ সুপার শপ বা পাড়ার দোকানে খুব একটা যেতেও চাইছেন না। ওই সময় সকালের নাস্তার রুটি বা বিকেলের নাশতার নানা আইটেমের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এ সুযোগ কাজে লাগিয়ে ফেইসবুকের পাতায় কেউ কেউ বাড়িতে বানানো রুটি কিংবা বিকেলের নাশতা সরবারহের বিজ্ঞাপন দিচ্ছেন।

এমন একজন উদ্যোক্তা রত্ন। লকডাউনের কারণে তার বাবা ও স্বামীর আয় প্রায় বন্ধ হয়ে যায়। তখন মাকে রাজি করে নারী উদ্যোক্তাদের একটি পেজে পোস্ট দেন, “ঘরে বানানো রুটি, পরোটা, এবং বিকেলের নাস্তার অর্ডার নেয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে মাকে স্বাবলম্বী করতে চাই।”

১ জুন প্রথম অর্ডার পান ২০টি করে আটা ও চালের আটার রুটি। তিনি বলেন, “শুরুতে কেবল মা আর আমিই বানাতাম। কাস্টমারকে ফ্রেশ দিতে হলে যেদিন ডেলিভারি ডেট, তার আগের দিন জিনিসটা বানিয়ে ফ্রিজ করতে হয়, সেজন্য আমাদের ওপর খুব চাপ পড়ত। কিন্তু গত দেড় মাসে যেভাবে প্রতিদিনই অর্ডার বেড়েছে, তাতে এখন পরিবারের অন্য সদস্যদেরও সাহায্য লাগে।”

নিত্য প্রয়োজনীয় পণ্যের বাইরে ব্যাপকভাবে বেড়েছে সুরক্ষা পণ্যের চাহিদা। আগে অন্য পেশায় ছিলেন এমন অনেকেই এখন বিভিন্ন ধরনের মাস্ক বানিয়ে অনলাইনে বিক্রি করছেন। তেমন একজন তাসলিমা মিজি। কয়েক বছর ধরে চামড়ার ব্যাগ বানান এবং রপ্তানি করেন। কিন্তু লকডাউনের সময় আটকে যায় তার কারখানার উৎপাদন।

তিনি বলেন, “একদিকে আমার কারখানায় কর্মীরা বসেই ছিল, কাজ ছিল না, আবার বাজারে চাহিদা আছে এমন কিছু নিয়েও কাজ করতে চাইছিলাম। তখন আমি কাপড়ের মাস্ক বানানো শুরু করি।”

তাসলিমা মিজি ব্যবসার পাশাপাশি সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করে এমন কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে প্রশিক্ষণও দিচ্ছেন, যারা কাপড়ের মাস্ক বানাচ্ছে এবং অনলাইনে বিক্রি করছে।

এই সময়ে অনলাইনে ব্যবসা যত বাড়ছে, ক্রেতার হাতে সেই পণ্য পৌছাতে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা বেড়ে গেছে বহুগুণ। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ বলেন, “মানুষ যেটা শপিং মলে কিনতে যেত, এমন সব কিছুই এখন অনলাইনে অর্ডার করছে। গত তিন মাসে আমাদের অর্ডারের হার স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ বলবো না, কিন্তু বহুগুণ বেড়েছে। আর সেটা শহর এলাকা ছাড়িয়ে প্রায় প্রতিটি জেলা শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।”

মূলত মোবাইলসহ নানা ধরণের ইলেক্ট্রনিক পণ্য, ওষুধ, আমসহ বিভিন্ন ফল, নারী ও শিশুদের পোশাক, সৌখিন নানা সামগ্রীর অর্ডার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌছে দেওয়া হচ্ছে।

তবে অনলাইনে অর্ডার করা পণ্য ডেলিভারির পর অন্তত ২৫ শতাংশ ফেরত আসে। এর কারণ হিসেবে শেখ তানভীর বলেন, “দেখা গেল অনলাইনে দেখা পণ্যের সঙ্গে বাস্তবে হাতে পাওয়া পণ্যের কিছুটা অমিল পাওয়া গেল, সেক্ষেত্রে পণ্য পেয়ে ক্রেতারা চেক করে আবার সঙ্গে সঙ্গে ফেরত পাঠিয়ে দেয়। অনলাইনের অর্ডার ডেলিভারির এক চতুর্থাংশ ফেরত পাই আমরা।”

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তাদের সমিতি বেসিসের নেতা লুনা সামসুদ্দোহা মনে করেন, মহামারির সময় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য টিকে থাকাটা যখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন প্রযুক্তিকে নির্ভর করে গড়ে ওঠা ব্যবসা খাত নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।

“এর ফলে যে কেবল যিনি পণ্য বানাচ্ছেন বা আমদানি করে আনছেন, তিনিই লাভবান হচ্ছেন এমন নয়। এর সঙ্গে ওই পণ্যটি ক্রেতার হাত পর্যন্ত পৌছাতে কয়েকটি ধাপে নতুন কর্মী তৈরি হচ্ছে। যে ডেলিভারি দেয়, যে পরিবহন সেটা নিয়ে যায়— এসব জায়গায়ও কর্ম সংস্থানের ব্যবস্থা হচ্ছে।”

তবে তিনি মনে করেন এক্ষেত্রে প্রযুক্তি নির্ভর নতুন এসব উদ্যোগগুলোকে নিষ্ঠার সঙ্গে পণ্যের মান এবং যথাসময়ে অর্ডার ডেলিভারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছোট উদ্যোক্তাদের ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!