অনলাইন ডেস্ক:: সোনাগাজীতে অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুলাল চন্দ্র নাথকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
গোপনে খবর পেয়ে ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে ফেনী পৌরসভার সহদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
দুলাল সোনাগাজী উপজেলার আমিরবাদ ইউনিয়নের মরণ চন্দ্র নাথের ছেলে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত ৯৭ সালে প্রেমের সম্পর্কের সুত্রে পলি তার প্রেমিক জাফর ইকবালের সাথে পালিয়ে যায়। পরে তার পরিবার সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে পলিকে উদ্ধার করে এবং প্রেমিক জাফর ইকবাল ও তার বন্ধু দুলাল চন্দ্র নাথ, জাহাঙ্গীর, জাহেদ, রুপক দাসকে গ্রেপ্তার করে। সেসময় জাতীয় সংবাদপত্রে পলি অপহরণের ঘটনাটি বেশ ফলাও করলে সারাদেশে আলোচিত হয়।
পুলিশ মামলার অভিযোগপত্র দাখিলের পর ফেনীর জেলা ও দায়রা জজ আদালতে মামলার বিচারকাজ চলে। ৯৮ সালে আসামি দুলাল বিচার চলাকালে জামিন পেয়ে সৌদি আরব পালিয়ে যান। ২০০০ সালে আদালত জাফর ইকবাল ও দুলালকে যাবজ্জীবন এবং বাকি আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।
দীর্ঘদিন সৌদিতে অবস্থানের পর দুলাল সম্প্রতি দেশে ফিরে ফেনী শহরের সহদেবপুর গ্রামে অবস্থানের খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।