1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ইরানে ৭ জাহাজে আগুন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন

ইরানে ৭ জাহাজে আগুন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৭৬ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: ইরানের বুশেহর বন্দরে অন্তত সাতটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার দেশটির সংবাদ সংস্থা তাসনিম এ খবর দিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সম্প্রতি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় সর্বশেষ সংযোজন এটি।

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, আগুনের ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এর আগে জুনের শেষ দিক থেকে ইরানের সেনাবাহিনী, পারমাণবিক এবং শিল্পাঞ্চলে বেশ কিছু বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জুলাইয়ের শুরুতে দেশটির আন্ডারগ্রাউন্ড নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানায়, তারা পারমাণবিক কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করতে পেরেছে কিন্তু তা এখনই প্রকাশ করবে না।

তবে কয়েকজন ইরানি কর্মকর্তার দাবি, এটি সাইবার নাশকতা হতে পারে। এ ধরনের আক্রমণের জন্য তেহরান কোনো দেশকে ছাড় দেবে না বলেও সতর্ক করে দেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, এ ধরনের নাশকতা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো শত্রু করার সম্ভাবনা রয়েছে। যদি তেহরান এখনো তাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ করেনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!