1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মাদারীপুরে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন

মাদারীপুরে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৬৫৪ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: মাদারীপুর সদর উপজেলা চরগোবিন্দপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ উত্থাপন করে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মাদ্রাাসার প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল হক মুন্সী।

এ বিষয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে অধ্যক্ষ নিয়োগের নানা অনিয়মের লিখিত অভিযোগ করেন মা্দ্রাসার দাতা সদস্যরা।

লিখিত অভিযোগ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সম্প্রতি চরগোবিন্দপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মারা যাওয়ায় তার পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতেন আরবি প্রভাষক মাওলানা মো. আনোয়ারুল হক।

ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকালে তিনি অধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং নিজে একজন প্রার্থী হিসেবে আবেদনও করেন।

এমনকি তার পরিচিত কয়েকজনসহ তার সহোদর আপন বড় ভাই মো. জিয়াউল হক অধ্যক্ষ পদে আবেদন করেন।

নিয়োগ বোর্ড গঠন করলে গভর্নিং বডির সদস্যরা ওই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে দেন।

পরবর্তীতে মাদ্রাসার বাংলা বিভাগের কাজী মনিরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করে পুনরায় একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পূর্বের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক আবেদন ও স্বজনদের আবেদন গ্রহণ করে আবারও নিয়োগ বোর্ড গঠন করা হয়।

নিয়োগ বোর্ড মাদ্রাসা ও জেলায় নিয়োগ পরীক্ষার আনুষ্ঠানিকতা না করে ঢাকায় নিয়োগ পরীক্ষার আয়োজন করে। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

মা্দ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. সিরাজুল হক মুন্সী বলেন, ‘এতদিন মাদ্রাসাটি ভালো চলছিল। অনেক আলোর মুখও দেখেছে। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে মো. আনোয়ারুল হক যোগ্যদের সুযোগ না দিয়ে নিজেই এককভাবে অধ্যক্ষ পদে নিয়োগ পেতে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। আমরা তার এই অপকর্মের তীব্র নিন্দা জানাই।’

অভিযোগের বিষয়ে মো. আনোয়ারুল হক বলেন, ‘আমি একজন প্রার্থী মাত্র। আমার সব ধরনের যোগ্যতা আছে বলেই আমি দরখস্ত করেছি। তাই আমি পরীক্ষায় অংশগ্রহণ করবো। নিয়োগ বোর্ড যোগ্য মনে করলে আমাকে নিয়োগ দিবে, যোগ্য মনে না হলে নিয়োগ দিবে না। এখানে আমার কোনো ষড়যন্ত্র নেই। যারা আমার নামে মিথ্যে অভিযোগ দিয়েছে তারা সঠিক বলেনি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!