1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
চিনতে পারছেন এই জনপ্রিয় অভিনেত্রীকে?
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:২৭ অপরাহ্ন

চিনতে পারছেন এই জনপ্রিয় অভিনেত্রীকে?

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ১৯২ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: চুলে গোলাপী রং লাগিয়ে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করলেন সংসদ সদস্য ও নায়িকা। তাতেই ভক্তদের মাঝে শোরগোল। ঘটনা কী?

ছবির এই নায়িকা টালিগঞ্জের মিষ্টি মুখ মিমি চক্রবর্তী। রাজনীতির পাশাপাশি লকডাউনেও সরব ছিলেন তিনি। নিজের নির্বাচিত কেন্দ্র যাদবপুরের কাজকর্ম, প্রশাসনিক দায়-দায়িত্ব সামলে আবার পর্দাতেও দেখা দিচ্ছেন মিমি। মাঝে ইউটিউবে প্রকাশ করলেন রবি ঠাকুরের গানের একটি ভিডিও।

এবার যেন একেবারে অন্যরকম এক্সপেরিমেন্ট করলেন মিমি। নিজের পুরো চুলই গোলাপী রঙের করে ফেললেন। আর সেই ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। অবশ্য ছবির ক্যাপশনে ভালো করে চোখ রাখলেই বোঝা যায় আসল ঘটনা কী।

শুক্রবার বিশ্ব ট্যাটু দিবস। মিমির হাতে বহুদিন ধরেই একটি নটরাজের মূর্তি রয়েছে ট্যাটু করা। সেই ট্যাটুর ছবিই শেয়ার করেছেন তিনি। তবে ছবিটা ‘মন মানে না’ সিনেমা থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ চুলে গোলাপী রং করেননি নায়িকা। ছবির স্বার্থে পরেছিলেন পরচুলা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!