1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সুনামগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ অপরাহ্ন

সুনামগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৪৪ জন পড়েছেন

সুনামগঞ্জ:  সুনামগঞ্জে নতুন করে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার রাতে জেলায় নতুন শনাক্তসহ মোট করোনায় আক্রান্ত ১২৬০ জন। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদরে ০৬, ছাতক উপজেলায় ০৪, দিরাই উপজেলায় ১ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১২৬০ জন। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১১ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৮টি করোনা টেস্টে সুনামগঞ্জের ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলায় করোনা আক্রান্ত ১২৬০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬২৪৮ জন।

এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১৮ জন। আর মৃত্যবরণ করেছেন ১১ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলায় আরও ১১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!