1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
চট্টগ্রামে কমছে করোনায় মৃত্যুহার
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ অপরাহ্ন

চট্টগ্রামে কমছে করোনায় মৃত্যুহার

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২০৩ জন পড়েছেন

চট্টগ্রাম: করোনা পরিস্থিতির পর থেকে চট্টগ্রামে সংক্রমণের মাত্রা বাড়লেও মৃত্যুহার কমেছে উল্লেখযোগ্য হারে। জুন মাসের শেষ ১৫ দিনের তুলনায় চলতি জুলাইয়ের প্রথম ১৫ দিনের মৃত্যুহার কম।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত গত একমাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এরমধ্যে গত ৩, ১২ ও ১৩ জুলাই মৃত্যুশূন্য ছিল চট্টগ্রাম। এছাড়া, ১৪ জুলাই ১ জন, ৪, ১০, ১১ জুলাই দুই জন করে, ২, ৬, ৯ ও ১৫ জুলাই ৩ জন করে এবং ১, ৫, ৭ ও ৮ জুলাই ৬ জন করে মৃত্যুবরণ করেছেন।

অন্যদিকে গত মাসের শেষ ১৫ দিনে মৃত্যু বরণ করেন ৫৭ জন। এদের মধ্যে ৩০ জুন ৫ জন, ২৯ ও ২৮ জুন ২ জন করে, ২৭ জুন ৪ জন, ২৬ ও ২৫ জুন ৫ জন করে, ২৪ জুন ৩ জন, ২৩ ও ২২ জুন ৪ জন করে, ২১ জুন ৩ জন, ২০ জুন ২ জন, ১৯ জুন ৩ জন, ১৮ জুন ৫ জন, ১৭ জুন ৪ জন, ১৬ ও ১৫ জুন ৩ জন করে মৃত্যুবরণ করেন।

গত ৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে ২২১ জনের। যা চট্টগ্রামে মোট আক্রান্ত ১ দশমিক ৬ শতাংশ। এদের মধ্যে রয়েছে বিভিন্ন ব্যবসায়ীসহ ১১ চিকিৎসকও রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!