সুনামগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে দু’দফা বন্যায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন সড়কে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে সুনামগঞ্জ শহরের সাথে বিভিন্ন উপজেলায় সরাসরি গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
অনেকে জরুরি প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে জেলা শহর থেকে পণ্য পরিবহন করছেন। অনেক সড়কে আটকে যাচ্ছে গাড়ি। পরে সেখান থেকে মালামাল নামিয়ে ভ্যানে করে নিয়ে যাওয়া হয় গন্তব্যস্থলে। এভাবেই চলছে সুনামগঞ্জের সাথে জেলার প্রায় ১০টি উপজেলার সড়ক যোগাযোগ। সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।