সিলেট: সিলেটের গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর এওলাটিকর এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার পৌর এলাকার দারিপাতন গ্রামের মৃত সোয়াব আলীর পুত্র মো. জসিম উদ্দিন (৩১)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-২০, তারিখ-১৭/০৭/২০২০) দায়ের করা হয়েছে।
জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) ফয়জুল করিমের নেতৃত্বে অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজীপুর এওলাটিকর সাকিনস্থ নুর উদ্দিনের কলোনীর সামনের পাকা রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।