1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন

সুনামগঞ্জে করোনা শনাক্ত ১৩০০ ছাড়ালো

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ১৮২ জন পড়েছেন

সুনামগঞ্জ: সুনামগঞ্জে নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে পুরো জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৩২৮ জন।

রবিবার রাতে নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩০ জন, ছাতক উপজেলায় একজন, দিরাই উপজেলায় ৫ জন, দোয়ারাবাজার ২ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় একজন রয়েছেন।

১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর মঙ্গলবার রাতে জেলায় মোট আক্রান্ত ১৩০৭ জনে দাঁড়ায়। তবে আক্রান্তদের বেশিরভাগই সুস্থ হয়েছেন ।

জেলায় এখন সুস্থের সংখ্যা ৯৩৯ জন । আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন সোমবার সকালে জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে রবিবার রাতে করোনা টেস্টে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ১৩২৮ জন। তার মধ্যে সুনামগঞ্জ সদরে ৪৪১, ছাতক উপজেলায় ৩০২, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৬, বিশ্বম্ভরপুর উপজেলায় ৪১, দিরাই উপজেলায় ৭৭, শাল্লা উপজেলায় ৪০, তাহিরপুর উপজেলায় ৩৯, জামালগঞ্জ উপজেলায় ৬৯, ধর্মপাশা উপজেলায় ২৫, দোয়ারাবাজার উপজেলায় ১০৫ জগন্নাথপুর উপজেলায় ১০৩ জন করোনায় আক্রান্ত।

জেলায় এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৩১৬ জনের। আইসোলেশনে গেছেন ৩৭৭ জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!