সিলেট: সিলেটে ৬ চিকিৎসকসহ আরো ১৪৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আ্ক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৮৯ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে আরো ৬০ জনের করোনা শনাক্ত করা হয়।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৭০ জন, সুনামগঞ্জ জেলার ৪৫ জন, হবিগঞ্জ জেলার ৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৭৫১ জনে।