1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ভারতে স্বাধীনতা সংগ্রামীদের পাশে অর্ধনগ্ন নারীর ছবি ঘিরে বিতর্ক
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন

ভারতে স্বাধীনতা সংগ্রামীদের পাশে অর্ধনগ্ন নারীর ছবি ঘিরে বিতর্ক

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৫৫ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: ভারতের জালিয়ানওয়ালাবাগ জাতীয় স্মৃতিসৌধের ফটো গ্যালারিতে দুই অর্ধনগ্ন নারীর ছবি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। স্বাধীনতা সংগ্রামী ও শিখ ধর্মগুরুর প্রতিকৃতির পাশে বিতর্কিত ওই ছবিটি রাখা হয়েছে।

কলকাতার এই সময় জানায়, বেশ টাকা খরচ করে জালিয়ানওয়ালাবাগের সৌন্দর্য বর্ধনে উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার। প্রকল্পের অংশ হিসেবে ফটো গ্যালারির সংস্কার হয়। কয়েকদিন পরেই সেটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। আর তার আগেই দেখা দিল বিতর্ক।

জালিয়ানওয়ালাবাগের ওই ফটো গ্যালারিতে স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম শিখ ধর্মগুরু গুরু নানকের প্রতিকৃতি আছে। আর তার পাশেই রাখা আছে দুই অর্ধনগ্ন নারীর একটি ছবি। প্রাচীন ভারতীয় অজান্তা ও ইলোরার গুহাচিত্রের সঙ্গে এই ছবির মিল পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে বিতর্কের ঝড় উঠেছে।

জালিয়ানওয়ালাবাগ ন্যাশনাল মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় সরাসরি তার কাছে অভিযোগ জানিয়েছে বেশ কয়েকটি সংগঠন।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ব্যাপক সংস্কার কাজ চলছে। এ জন্য প্রথম পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয় ২০ কোটি রুপি বরাদ্দ করে। প্রকল্প তদারকির দায়িত্বে আছে কেন্দ্রীয় সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই। ৩১ জুলাই এই কমপ্লেক্স সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!