এস কে দাশ সুমন: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের আর, কে মিশন রোডের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে শ্রীমঙ্গল শহরের আর, কে মিশন রোড এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্রীমঙ্গল থানার ১০০ গজ ভিতরে আর, কে মিশন রোডে অবস্থিত জি পি ভেরাইটিজ ষ্টোরে দোকানের শার্টার ও ক্যাশবাক্স ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা প্রায় নগদ ৩০০০ টাকা ও ত্রিশ কার্টুন সিগারেট চুরি করে নিয়ে যায়।
দোকান মালিক মুক্তি পাল জানান, রোববার রাতে প্রতিদিনের মত রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। পর দিন সকালে দোকান খুলতে এসে দোকানের শার্টার ভাঙা দেখে সন্দেহ হয় তখন দোকান খোলে ভিতরে প্রবেশ করে দেখা যায় ক্যাশবাক্স ভাঙা বাক্সে কোনো টাকা নেই এবং দোকানে রক্ষিত সিগারেটও নেই।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, শ্রীমঙ্গল থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।