1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গল শহরে দোকান চুরি
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল শহরে দোকান চুরি

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪০৬ জন পড়েছেন

এস কে দাশ সুমন: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের আর, কে মিশন রোডের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে শ্রীমঙ্গল শহরের আর, কে মিশন রোড এ ঘটনা ঘটে।

জানা যায়, শ্রীমঙ্গল থানার ১০০ গজ ভিতরে আর, কে মিশন রোডে অবস্থিত জি পি ভেরাইটিজ ষ্টোরে দোকানের শার্টার ও ক্যাশবাক্স ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা প্রায় নগদ ৩০০০ টাকা ও ত্রিশ কার্টুন সিগারেট চুরি করে নিয়ে যায়।

দোকান মালিক মুক্তি পাল জানান, রোববার রাতে প্রতিদিনের মত রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। পর দিন সকালে দোকান খুলতে এসে দোকানের শার্টার ভাঙা দেখে সন্দেহ হয় তখন দোকান খোলে ভিতরে প্রবেশ করে দেখা যায় ক্যাশবাক্স ভাঙা বাক্সে কোনো টাকা নেই এবং দোকানে রক্ষিত সিগারেটও নেই।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, শ্রীমঙ্গল থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!