অনলাইন ডেস্ক:: করোনা উপসর্গ নিয়ে সিলেটের বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হওয়া একজন রোগীর একদিনের চিকিৎসা বিল এসেছে প্রায় এক লাখ টাকা।
এরমধ্যে কেবল ওষুধের বিল ধরা হয়েছে সাড়ে ৩১ হাজার টাকা। মাত্র কয়েকঘন্টায় মোটা অংকের এই বিল দেখে হতভম্ব হয়ে পড়েন রোগীর স্বজনরা। তারা বিল নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোন সুফল পাননি। বাধ্য হয়ে টাকা পরিশোধ করেই রোগীকে বাসায় নিয়ে যান।
ভূক্তভোগী এএম নিশাত জানান, তার মা মিনা বেগম (৬৫) শ্বাসকষ্টের রোগী। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার রাত ১টার দিকে মিনা বেগমকে সিলেটের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সরকারি অনুমোদনের আলোকে কিছুদিন আগে এই হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ইউনিট চালু করা হয়েছে। মিনা বেগমকে হাসপাতালে নেওয়ার পর তাকে করোনা ইউনিটের একটি কেবিনে ভর্তি করা হয়। এরপর তাকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
পরদিন রবিবার মিনা বেগমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে রোগীর স্বজনরা তাকে বাসায় নিয়ে যেতে চান এবং বিল দিতে বলেন। রবিবার রাত পৌনে ৯ টায় ৯৩ হাজার ৭০ টাকার একটি বিল তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়। মোটা অংকের এই বিল দেখে স্বজনরা আঁতকে উঠেন। তারা এ নিয়ে কথা বলেও কোন প্রতিকার পাননি।
নিশাত জানান, তার মা করোনা আক্রান্ত নন। হাসপাতালে ভর্তির পর তাকে কী চিকিৎসা বা ওষুধপত্র দেওয়া হচ্ছে এ নিয়েও কোন কথা বলা হয়নি। মাত্র একদিনে প্রায় লাখ টাকা বিল দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘হাসপাতালে এভাবে গলাকাটা বিল আদায় করা হলে মানুষ যাবে কোথায়? এসব দেখার কি কেউ নেই।’
মিনা বেগমের চিকিৎসা বিলের কপিতে দেখা যায়, কেবিন চার্জ ধরা হয়েছে ১২ হাজার টাকা, অক্সিজেন বিল ৫ হাজার ২শ ৮০ টাকা, ইনভেস্টিগেশন বিল ২০ হাজার ৫শ ২০ টাকা, কনসালট্যান্ট ফি ৪ হাজার ৮ শ টাকা, মেডিসিন বিল ৩১ হাজার ৪ শ ৩৬ টাকা, সার্ভিস চার্জ ১৩ হাজার ৫শ ৮৪ টাকাসহ সব মিলে বিল হয়েছে ৯৩ হাজার ৭০ টাকা।
এ ব্যাপারে মাউন্ট এডোরা হাসপাতালের কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘ওই রোগীকে করোনা ইউনিটের এসি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। আর করোনা ইউনিটের খরচ বেশি। কারণ ওই ইউনিটে দায়িত্ব পালনকারী ডাক্তার, নার্সসহ সকলকে তিনগুণ বেশি বেতন দিতে হয়। এছাড়া করোনা বা উপসর্গযুক্ত রোগীকে ঘন্টায় ঘন্টায় চেকআপ এবং বিভিন্ন পরীক্ষা করতে হয়।’
রাশেদুল ইসলাম বলেন, ‘মিনা বেগম নামের ওই রোগীর বিল একটুও বেশি ধরা হয়নি’।