1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে ২০ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ মাদকের ডিলার স্বপন গ্রেফতার
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ২০ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ মাদকের ডিলার স্বপন গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ১৫১ জন পড়েছেন

এস কে দাশ সুমন,শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ স্বপন মিয়া (৩৮) নামে এক মাদকের ডিলারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে ও এস আই মো. ফরিদ মিয়া ও এএস আই নজরুল ইসলাম, আকরাম আলী ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৬টায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ দেব বাড়ী রাস্তার বিপরীত পার্শ্বে কাছিম উল্লাহর মার্কেট ও বাসার ছাদ থেকে ২০ কেজি গাজা ও ৩২০ পিস ইয়াবা টেবলেটসহ মাদকের ডিলার স্বপন মিয়া (৩৮) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার মাধবপাশা এলাকার মৃত সিদ্দীক মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত আসামী স্বপন মিয়া দীর্ঘদিন ধরে সে মাদক, গাজা, ও ইয়াবা ব্যবসা করে আসছিলো। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের (পিপিএম বার) নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!