অনলাইন ডেস্ক:: প্রতিদিনের সংবাদ’র সম্পাদক ও কথাশিল্পী রাহাত খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিউতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাহাত খানের স্ত্রী অপর্ণা খান।
অপর্ণা খান জানান, রোববার বাসায় খাট থেকে নামতে গিয়ে কোমরে ব্যাথা পান তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে করা হলে গভীর ক্ষত দেখা যায়। এরপর বাসায় বিশ্রামে ছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালে রাহাত খানের শ্বাসকষ্ট শুরু হলে জরুরিভিত্তিতে বারডেম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে আইসিউতে ভর্তি করান।
অপর্ণা আরও বলেন, রাহাত খান দীর্ঘদিন থেকে হৃদরোগ, কিডনি, ডায়বেটিস রোগে ভুগছেন। করোনার কারণে তিনি সার্বক্ষণিকভাবে বাসাতেই অবস্থান করছিলেন। কিন্তু গত দুই-তিন দিন থেকে তিনি খেতে পারছিলেন না।
প্রখ্যাত এই সাংবাদিকের হঠাৎ অসুস্থতায় তার স্ত্রী অপর্ণা খান সবার কাছে দোয়া চেয়েছেন।
রাহাত খানের বয়স এখন ৮১ বছর। তিনি দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান।
রাহাত খানকে ১৯৯৬ সালে একুশে পদক ও ১৯৭৩ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।