নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমদের আশু রোগমুক্তি কামনায় নিয়াজ মূর্শেদ রাজুর অস্হায়ী কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শায়েক আহমদের সভাপতিত্বে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওয়াসিদ আলী।
দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান,নুরুল ইসলাম ইলিয়াস, মোস্তাফিজুর রহমান, মঈনুল ইসলাম খাঁন, জহির আলম নান্নু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাংঘঠনিক সম্পাদক রুবেল চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রিংক মল্লিক নীরব।
এসময় আরও উপস্হিত ছিল এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ হিন্দু মহাজোটের সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, পতনউষার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুমিন সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।