নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগান এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ রামচরণ দাস (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার মাধবপুর চা বাগানের মৃত জগন্নাথ দাসের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই গোলাম মোস্তফা ও মিজানুর রহমান মিলে মাধবপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশীকালে ৩৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
কমলগঞ্জ থানার এএসআই গোলাম মোস্তফা আটকের বিষয়টি কমলগঞ্জের ডাককে নিশ্চিত করেন।