1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কুলাউড়ায় দেশ অটোমোবাইলস শোরুমে সন্ত্রাসী হামলা ;থানায় অভিযোগ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় দেশ অটোমোবাইলস শোরুমে সন্ত্রাসী হামলা ;থানায় অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩২০ জন পড়েছেন

নিজস্ব সংবাদদাতা: কুলাউড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুর ও পিটিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২১শে জুলাই) বিকাল ৩টায় কুলাউড়া থানাধীন বিছরাকান্দি এলাকায় দেশ অটোমোবাইলস এর শোরুমে এ ঘটনা ঘটে।

হামলায়  গুরুতর আহত হয়েছেন দেশ অটোমোবাইলস শোরুমের ম্যানেজার তাহের আলী। আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তাহের আলী কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনা কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে তাৎক্ষণিক এস আই পরিতোষ এর নেতৃত্বে তিন সদস্যের একটি পুলিশ ফোর্স ঘটনাস্থলে আসতে দেখে সন্ত্রাসীরা দ্রুত একটি সিএনজি চালিত অটোরিকশায় পালিয়ে যায়।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ১.মোস্তাফিজুর রহমান(২৭)রানার রিকোভারী অফিসার পিতা- অজ্ঞাত সাং বর্তমানে পরিনগর রেল কলোনি,২)রাশেদ(৩০) পিতা- মোহাম্মদ আলী সাং উত্তর জয়পাশা ৩)জনি মিয়া (২৬) পিতা- অজ্ঞাত সাং জয়পাশা ৪) রজত দাস(৩৫) মা মটরস পিতা-অজ্ঞাত সাং অজ্ঞাত, সর্ব থানা কুলাউড়া, জেলা -মৌলভীবাজারে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ কারী তাহের মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। গত (৮জুন) আমার নিকট ৩০হাজার টাকা দাবী করে।আমি জিজ্ঞেস করলাম কিসের টাকা দিব তখন তারা বলে তোমার মালিকের জানা আছে বলিয়া ঐ দিন চলিয়া যায়।

তিনি আরো বলেন, গত (১৬জুন) বিকাল ৩টার সময় রাসেদ আমার কাছে আসিয়া টাকা চাহিলে ১নং বিবাদী মোস্তাফিজুর বলে ২০হাজার টাকা দিয়ে দিতে কিন্তু আমি আমার মালিকের অনুমতি ছাড়া টাকা দিতে পারবনা বলিলে বিবাদীগন চলে যায়। পরে (২১জুন)বিকাল আনুমানিক ৫টায় আমি আমার শোরুমে কাজ করা অবস্থায় ১নং বিবাদী মোস্তাফিজুর রহমানের হুকুমে বিবাদী (সন্ত্রাসীরা)আমার শোরুমে প্রবেশ করে আমার নিকট ১ লক্ষ টাকা দাবী করে। আমি তাদের কথা মত টাকা দিতে অপারগতা জানালে,তারা আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে কিল,ঘুষি মারে।এসময় জনির হাতে থাকা ছুরি আমার গলায় ধরে আমার সাথে থাকা ১৩হাজার টাকা এবং আমার ব্যবহারের দুই টি মোবাইল ও ক্যাশে থাকা ৫০হাজার টাকা নিয়ে যায়।

পরবর্তীতে আমার চিৎকার করলে পাশে থাকা আশেপাশের লোকজন আসিলে আমাকে হুমকি দিয়ে বলে,যদি তুই এই বিষয় নিয়ে থানায় মামলা করিলে আমরা তকে খুন করে  লাশ গুম করে ফেলবে।এমন হুমকিতে আমি চরম আতংকের মধ্যে আছি।

কুলাউড়া থানা নিবার্হী কর্মকর্তা বলেন,এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে আইনি ব্যবস্থ্যা গ্রহন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!