1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে ধলই চা বাগানের নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে ধলই চা বাগানের নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৬০৮ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী একটি পাহাড়ি ছড়ায় নেমে নিখোঁজের ২ দিন পর শুক্রবার (২৪ জুলাই) বেলা ১টায় ধলই চা বাগান থেকে ১৪ কি.মি. দূরে কমলগঞ্জ পৌরসভা এলাকায় ধলাই রেল সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় চা শ্রমিক রামেশ্বর গড় (৪৫)-এর লাশ উদ্ধার হয়েছে।

এলাকাবাসী ধলই নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে সাংবাদিক সাজিদুর রহমানকে ফোনে জানালে, তিনি তখন কমলগঞ্জ থানা প্রশাসনকে অবহিত করলে শুক্রবার বেলা ১টায় কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা চা শ্রমিক রামেশ্বর গড়ের লাশ উদ্ধার করে।

জানা যায়, বুধবার বিকাল ৪টায় ধলই সীমান্তে ধলই নদীর সাথে যুক্ত একটি পাহাড়ি ছড়াতে নেমে নিখোঁজ হয়েছিল চা শ্রমিক ২ সন্তানের জনক রাশ্বের গড়। বুধবার বিকাল থেকে ধলই চা বাগানের শ্রমিকরা ছড়ার বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পায়নি।

পরদিন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের ঘটনাস্থাল পরিদর্শন করে চা শ্রমিক, পুলিশ ও ফায়ার সার্ভিসের দল সমন্বয়ে খোঁজ করেও তাকে পায়নি।

শুক্রবার সকালে সিলেট থেকে হুমাইয়ূন কার্নাইন-এর নেতৃত্বে ডুবুরীদের একটি দল ও কমলগঞ্জের ফায়ার সার্ভিসের দল ধলই সীমান্তে ঘটনাস্থলে আবারও উদ্ধার অভিযান চালায়। তবে বেলা ১১টার দিকে ধলই সীমান্ত থেকে ১৩ কি.মি. দূরে কমলগঞ্জ পৌরসভার ধলই রেল সেতুর নিচে ধলাই নদের পানিতে ভাসমান অবস্থায় নিখোঁজ চা শ্রমিক রামেশ্বর গড়ের লাশ পাওয়া যায়। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দলের আরও একটি অংশ লাশটি উদ্ধার করেন। নিখোঁজ রামেশ্বর গড়ের ভাই বাবুল গড় লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি কমলগঞ্জ থানায় নিয়ে যায়। সেখান থেকে পরিবার সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার স্থান পাহাড়ি ছড়া ও ধলই নদী প্রচুর পানি ও স্রোত থাকায় তার লাশটি ১৪ কি.মি. দূরে এসেছে। পরিবার সদস্যদের আবেদনে লাশটি তাদের কাছে হস্তান্তর করলে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!