নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে গত ২৪ ঘন্টার করোনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে নতুন করে ৩জন করোনা শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে কমলগঞ্জের রহিমপুর ১ জন, পতনউষার ১ জন ও ইসলামপুর ইউনিয়নে ১জন রয়েছেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, কমলগঞ্জ উপজেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৯২ জন। আর সুস্থ্য হয়েছেন ৬৪ জন।