1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
একসঙ্গে ৪ ডিভাইসে চলবে হোয়াটসঅ্যাপ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

একসঙ্গে ৪ ডিভাইসে চলবে হোয়াটসঅ্যাপ

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৯০ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট একসঙ্গে একাধিক ডিভাইসে ব্যবহার করার সুযোগ আসছে। মেসেজিং অ্যাপটিতে ফাইলের মতো সার্চিং সুবিধাও রাখা হবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই দুটি ফিচারের বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে।

একাধিক ডিভাইস ব্যবহারের সুবিধা আসলে মোট চারটি ফোনে আপনি এক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ একসঙ্গে একটি ডিভাইসের পাশাপাশি শুধু ওয়েবে ব্যবহার করা যায়।

নতুন আপডেটে বেটা ভার্সনে ফিচারটি ‘লিংকড ডিভাইসেস’ নামে শো করতে দেখা গেছে।

সাধারণ ভার্সনে আসলে এই ফিচারটি থাকবে অ্যাপের সেটিংস অপশনে। কোন কোন ডিভাইসে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটি অ্যাকাউন্ট থেকেই দেখা যাবে।

আরেকটি ফিচারের নাম ‘অ্যাডভান্সড সার্চ’। নাম দেখে বোঝা যাচ্ছে সার্চিংয়ের সুবিধার জন্য রাখা হয়েছে।

এই ফিচারটি আসলে ব্যবহারকারীরা সার্চে ট্যাপ করে ছবি, ভিডিও, লিং এবং অডিওর আলাদা-আলাদা ক্যাটাগরি পাবেন।

ফিচারগুলো ঠিক কবে আসবে সেটি এখনো জানায়নি কোম্পানিটি। শুধু বলা হয়েছে, দ্রুত আসবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!