অনলাইন ডেস্ক:: সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। ওই সময়ে প্রয়াতের অনেক ভক্ত ও সিনেপ্রেমী ভিড় করেন ওটিটি প্ল্যাটফর্মটিতে। সেই চাপ সামলাতে পারেনি হটস্টার।
জি নিউজ জানায়, সাইটটি ক্রাশ করায় ছবিটি দেখতে অনেক দর্শককে সমস্যায় পড়তে হয়েছে।
বলিউড পরিচালক হেনসেল মেহতাও ‘হটস্টার ক্রাশ’-এর সমস্যায় ভুক্তভোগী। সে কথা টুইট করে জানান তিনি।
টুইটারে মোটামুটি বিষয়টি নিয়ে ঝড় উঠে। যেমন; এক ব্যক্তি লেখেন, “আমার মনে হচ্ছে ডিজনি হটস্টার ওয়েবসাইট ক্রাশ করেছে বা অন্য কিছু সমস্যা হচ্ছে। এখন ভগবানই এই দুঃখ দূর করতে পারে। ছবির গানগুলোতে ওই হাসিটা দেখতেও কষ্ট লাগছে।” এভাবে অনেকেই সমস্যার কথা জানিয়েছেন।
এ দিকে দেখার আগে থেকেই ভক্তরা আইএমডিবিতে রেটিং দেওয়া শুরু করেন। বেশির ভাগের মতেই ‘দিল বেচারা’ দশে দশ পেয়েছে।
দর্শকদের মতো সমালোচকরাও পছন্দ করেছেন মুকেশ ছাবড়া পরিচালিত সিনেমাটি। তার চিত্রনাট্যের সমালোচনা করেছেন কিছুটা, কিন্তু অন্য সব বিভাগ বিশেষ করে অভিনয়ে নম্বর দিতে কার্পণ্য করেননি। বলা বাহুল্য, সবার মন কেড়ে নিয়েছেন সুশান্ত। প্রশংসা পেয়েছেন নায়িকা সাঞ্জনা সংঘী ও স্বস্তিকা মুখার্জী।
হলিউড সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর অফিসিয়াল রিমেক ‘দিল বেচারা’। প্রযোজনা করেছে ডিজনি হটস্টারের সহযোগী প্রতিষ্ঠান ফক্স স্টার সার্চ। তবে সিনেমাটির হাত বদলে খরচ হয়েছে ৪০ কোটি রুপি।