1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিতদের বিক্ষোভ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিতদের বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৩২ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পদবঞ্চিত নেতারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। এসময় তারা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপিও দিয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক পদবঞ্চিত নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন করেন।

পদবঞ্চিত নেতারা বলেন, কয়েকদিন আগে মহানগর উত্তরের বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটিতে যারা স্থান পাননি তারাই বিক্ষোভ করেছেন।

যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন সাংবাদিকদের বলেন, কয়েকজন পদবঞ্চিত নেতারা রিজভী আহমেদ এর সঙ্গে দেখা করে তাদের অভিযোগ জানিয়েছেন।

তারা অভিযোগ করেন, ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়া হয়নি। এসময় রিজভী আহমেদ তাদের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিলে তারা চলে যান।

পদবঞ্চিত সদ্য বিদায়ী কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কিবরিয়া শিপু দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ঢাকা মহানগর উত্তরের পদবঞ্চিত সাত শতাধিক নেতাকর্মী নয়াপল্টনে বিক্ষোভ করেছি। পরে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছি।’

তিনি বলেন, মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক রিয়াজ টাকা পয়সা নিয়ে আওয়ামী লীগের লোকদেরও কমিটিতে স্থান দিয়েছেন। এসব বিষয় রিজভী আহমেদ ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। তিনি আমাদের বলেছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে এই স্মারকলিপি পৌঁছাবেন।

মিছিলে অন্যদের মধ্যে সদ্য বিদায়ী মোহাম্মদপুর থানা সভাপতি মান্নান হোসেন, শিল্পাঞ্চল থানা সভাপতি হারুন অর রশীদ, মিরপুর থানার সদস্য সচিব সুমন হোসেন, উত্তরা পূর্ব থানার যুগ্ম-আহবায়ক শরীফ, উত্তরা পশ্চিম থানার সাংগঠনিক সম্পাদক সেলিমসহ মহানগর উত্তরের বিভিন্ন কমিটির পদবঞ্চিত নেতারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!