অনলাইন ডেস্ক:: কভিড-১৯ রোগের চিকিৎসায় উপকার পাওয়া রেমডিসিভির বাংলাদেশ থেকে অবৈধভাবে যে চক্রটি নিচ্ছিল তার খোঁজ পেয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক অধিদপ্তর।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদের কয়েক জন চোরাকারবারি এই ঘটনার সঙ্গে যুক্ত।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে আগরতলা এবং কলকাতা হয়ে ওষুধগুলো ভারতের বিভিন্ন চিকিৎসকের কাছে যাচ্ছে।
আরও পড়ুন: ‘অনুমতি ছাড়াই’ বাংলাদেশ থেকে রেমডিসিভির নিচ্ছে ভারতীয় রোগীরা
ওষুধ পাচারের সঙ্গে যুক্ত চক্রটিকে টোপ দিয়ে কাটারগ্রাম এলাকার প্রগতি পার্কের একটি বাড়ি থেকে ধরা হয়। যশ মাথুকিয়া নামের এক ব্যক্তির বাড়িতে বাংলাদেশি এক কোম্পানির তৈরি করা এই ইনজেকশন পাওয়া গেছে।
মাথুকিয়ার বড় ভাই সন্দীপ মেডিকেল রিপ্রেজেনটেটিভ। বাংলাদেশ থেকে অনুমতি ছাড়া তিনিই ওষুধ নিয়ে চিকিৎসকদের কাছে চড়া দামে বিক্রি করছিলেন।
করোনার চিকিৎসায় আমেরিকা, বাংলাদেশ, জাপান, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশে জরুরি ভিত্তিতে রেমডিসিভির ওষুধ ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশের রেমডিসিভির নিয়ে নাইজেরিয়ানের প্রতারণা!
একাধিক মার্কিন গবেষণায় দাবি করা হয়েছে, এই ওষুধে রোগীদের সুস্থ হওয়ার সময় কমে আসে। এরপর বাংলাদেশের চারটি কোম্পানি ওষুধটি তৈরি করে সরকারকে দেয়।
এই খবর চাউর হওয়ার পর রেমডিসিভির নিয়ে ভারতীয়দের আগ্রহ বাড়ে। কারণ ভারতের কোনো কোম্পানি এখনো এটি তৈরি করছে না।