শ্রীমঙ্গল সংবাদাতা:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের ছিক্কা এলাকার বাসিন্দা সাকিল মিয়া (২৩), রাজন মিয়া (২৫), রায়হানুল ইসলাম জয় (২৬) নামে তিন জনকে সাতগাঁও এলাকার রোশনী অটো রাইস মিলের পাশ থেকে শুক্রবার রাতে ২০পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
একই রাতে পৌর শহরের ডাক বাংলো পুকুর পাড় এলাকার বাসিন্দা মিঠুন শীল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
এছাড়াও চুরির মামলায় আলমগীর হোসেন (৩৫) এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি নিজামুদ্দিন (২৭) নামে দুই ব্যক্তিকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
২৫ জুলাই (শনিবার) আইনি প্রক্রিয়া গ্রহণ করে তাদের সবাইকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে ৪জনকে ইয়াবাসহ আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন মাদকের ব্যাপারে কোন প্রকার আপস করা হবে না। শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন চুরির মামলায় ১জন ও ওয়ারেন্টভুক্ত আসামি ১জন আটক করা হয়েছে। তাদের সবাইকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে।