1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শীগ্রই মাদকমুক্ত হবে কমলগঞ্জ : ওসি আরিফ
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

শীগ্রই মাদকমুক্ত হবে কমলগঞ্জ : ওসি আরিফ

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৯৭ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলার আহব্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলছে মাদকবিরোধী অভিযান। প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে মাদক ব্যবসায়ীদের। তাই শীগ্রই কমলগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করা হবে। এ বিষয়টি কমলগঞ্জের ডাককে  নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান।

এর আগে গত রবিবার (২১ জুন) রাতে সারাদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, পুলিশকে মাদকমুক্ত হতে হবে। কোনও পুলিশ সদস্য মাদক গ্রহণ করবে না, মাদকের ব্যবসা করবে না, মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক রাখবে না। বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে যৌথভাবে কাজ করতে হবে।’

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের বড় চ্যালেঞ্জ দেশকে মাদকমুক্ত করা। কমলগঞ্জ তথা বাংলাদেশকে মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে যৌথভাবে কাজ করতে হবে।  কমলগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগনকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

কমল/ডাক/হৃদয়
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!