শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে ১ সেপ্টেম্বরের মধ্যে মাদকমুক্ত থানা করার ঘোষনা দিয়েছে পুলিশ প্রশাসন।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক শনিবার এ ঘোষনা দেন।
গত কয়েক মাসে মাদক বিরোধী অভিযানে শ্রীমঙ্গলে শতাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আটক করা হয়েছে।
গুঁড়িয়ে দেয়া হয়েছে বেশ কিছু মাদকের আখড়া।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করায় শ্রীমঙ্গল অনেকটাই মাদকমুক্ত। এনিয়ে শ্রীমঙ্গল থানা প্রশাসন এর পক্ষ থেকে শ্রীমঙ্গল থানাকে সব ধরণের মাদক নির্মূল করতে এবার নির্দিষ্ট সময়সূচী ঘোষনা করা হলো।
তবে স্থানীয়রা বলছেন, ধরা পড়া, জেলে যাওয়া মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা ফিরে আসার পর আবার মাদকে জড়িয়ে পড়ছে। এই অবস্থা চলতে থাকলে মাদকমুক্ত পরিবেশ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের উপর জোর দেয়ার দাবীও জানাচ্ছেন তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, ইতিপূর্বে স্থানীয় মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তি শ্রীমঙ্গলকে মাদক ব্যবসার ট্রানজিট পয়েন্টে পরিণত করেছিল। সড়ক, রেলপথ এবং ভারতীয় সীমান্ত পথে মাদকের অনুপ্রবেশ ঘটেছে। এদের দমনে পুলিশের পাশাপাশি পর্যটন পুলিশ, বিজিবি, জিআরপি পুলিশ ও র্যার পৃথক ভাবে অভিযান পরিচালনা করেছে। এতে গত ২ মাসের ব্যবধানে শতাধিক মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ। চোলাই মদ, বিদেশী মদ, গাজাঁ ও ইয়াবা ট্যাবলেট।
ফলে শ্রীমঙ্গলে মাদকের প্রভাব বিস্তার অনেকটা কমে আসার প্রেক্ষাপটে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে শ্রীমঙ্গলকে সম্পূর্ন মাদকমুক্ত করার ঘোষনা দেন।
এবিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার যে অভিযান শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলকে ১ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণভাবে মাদকমুক্ত করার কাজ হাতে নিয়েছি। তিনি বলেন,আর তা সফল করতে প্রতিদিনই মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ওসি আব্দুছ ছলেক এই কার্যক্রম সফল করতে শ্রীমঙ্গল বাসীর সহযোগিতা কামনা করেন।