ঢাকা: সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত উনিশ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।
কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে রবিবার জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। গত তিন সপ্তাহের মধ্যে এত বেশি মৃত্যু হয়নি।
গত ৭ জুলাই চব্বিশ ঘণ্টার হিসেবে আক্রান্তদের মধ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছিল। এরপর তিন দিন ৫০ বা এর ওপরে মৃত্যুর ঘটনা ঘটলেও সবশেষ চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হলো।
নতুন ৫৪ জন মৃত্যু নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯২৮ জনে।