নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজরের কমলগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কমলগঞ্জ পৌর এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ কার হয়েছে।
সোমবার ( ২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার ০৯ ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের মাধ্যমে ৪ দিনব্যাপী চাল বিতরণ কার্যক্রমের শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলারবৃন্দ ও যুবলীগের নের্তীবৃন্দ।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কমলগঞ্জ পৌর এলাকার ৩ হাজার ৮২টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে।
অনুষ্ঠানে কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদের দ্রুত সুস্থার জন্য দোয়া প্রার্থনা করা হয়।
কমল/ডাক/হৃদয়