1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন

জাবি অধ্যাপক মোজাম্মেল হক সিডনিতে মারা গেছেন

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২০৫ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিগত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত্যকালে স্ত্রী, দুই কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্যা শিক্ষার্থী রেখে গেছেন অধ্যাপক ড. মোজাম্মেল হক চৌধুরী।

অধ্যাপক মোজাম্মেল হকের মৃত্যুতে শোক হানিয়ে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘তার প্রয়াণে বিশ্ববিদ্যালয় ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে শিক্ষার্থীরা ঋদ্ধ হওয়া থেকে বঞ্চিত হলেন।’

তিনি মোজাম্মেল হকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেন উপাচার্য।

মোজাম্মেল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!