অনলাইন ডেস্ক:: করোনার লকডাউন শেষে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলিউড। নতুন করে শিডিউল সাজাচ্ছেন নির্মাতারা।
পরিচালক আনন্দ এল রাই জানালেন, শিগগিরই ধানুশ, অক্ষয় কুমার ও সারা আলী খানকে নিয়ে ‘অ্যাতরঙ্গি রে’ সিনেমার জন্য ময়দানে নামতে যাচ্ছেন। তাও আবার সত্যিকারের লোকেশনে যাচ্ছেন।
মার্চে বেনারসে এই ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ান সারা ও ধানুশ। কিন্তু লকডাউন শুরু হলে তারা বাড়ি ফিরে যান।
সম্প্রতি সংবাদমাধ্যমকে পরিচালক আনন্দ জানান, অক্টোবরে শুটিং শুরু হবে। লোকেশন তালিকায় আছে বিহার, দিল্লি ও মুম্বাই। ছবির কাহিনিতে ভারতের একাধিক শহরের উল্লেখ আছে। তাই ঘুরে ঘুরে সত্যিকারের লোকেশনে হবে দৃশ্যায়ন।
বর্তমানে করোনার কারণে বলিউডের বেশির ভাগ নির্মাতা শিডিউল তৈরি করছেন স্টুডিওকে কেন্দ্র করে। সেখানে ‘অ্যাতরঙ্গি রে’ নিয়ে স্টুডিওর বাইরে যাওয়া নিয়ে অনেকেই অবাক।
কিন্তু আনন্দ এল রাই চিত্রনাট্য নিয়ে আপস করতে রাজি নন। সত্যিকারের লোকেশনে শুট না হলে নাকি গল্প ঠিকঠাক মতো ফুটিয়ে তোলা যাবে না।
তিনি জানান, অক্টোবরে মাদুরাই-এ শুটিং শুরু করতে যাচ্ছেন। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তার সিদ্ধান্তে কলাকুশলীদের পূর্ণ সমর্থন আছে। আশা করছেন এর মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। ততদিন তারাও পুরো প্রস্তুত হয়ে যাবেন।
আরও জানান, যথাযথ প্রস্তুতি নিয়েই তারা লোকেশনে যাবেন। যতটা সম্ভব কম সময়ে দৃশ্যায়ন শেষ করবেন।
আনন্দ এল রাই পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল শাহরুখ খান অভিনীত ‘জিরো’। এ ছবির ব্যর্থতার পর তিনি অনেকটা সময় নিয়ে নতুন চিত্রনাট্য তৈরি করেছেন। ‘অ্যাতরঙ্গি রে’তে অক্ষয় কুমার বিশেষ একটা চরিত্র করছেন। এর জন্য তাকে দিতে হচ্ছে ৩০ কোটি রুপি।